দাসউরায় সংহতি যুব পরিষদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৩, ১০:০১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের দাসউরায় সংহতি যুব পরিষদ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে আয়ান জুটি চন্দগ্রাম।
গতকাল সোমবার (১৩ মার্চ) রাতে দাসউরা বাজারে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আয়ান জুটি ২-০ সেটে বিয়ানীবাজার পৌর এলাকার খাসাড়িপাড়া তাওহিদ জুটিকে পরাজিত করে।
ক্রীড়া ব্যক্তিত্ব নুরুল ইসলাম মেরাব এর সভাপতিত্বে শিরোপা নির্ধারণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ার এবং তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম ট্রাস্টি আশিক রহমান সাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান ময়না, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিছবাহ উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. আব্দুল হান্নান, মাস্টার আব্দুস শুকুর, যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজমুল ইসলাম বলাই, ফারুক উদ্দিন, তাহির আলী তুলা।
এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য খয়রুল ইসলাম, ব্যবসায়ী আমিনুল ইসলাম, ক্রীড়া সংগঠক সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা রাহাত আলম, খেলা পরিচালনা কমিটির সদস্য ইমন আহমদ, অলি আহমদ, লিজু আহমদ, আবু বক্কর, ইমরান রহমান, রফিকুল ইসলাম রাব্বি, মামুন রহমান, জাকির আহমদ, মারুফ আহমদ, তুহিন আহমদ, সাবের আহমদ ও মিজানুর রহমান প্রমুখ।
টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন আশিক রহমান সাজু, যুক্তরাষ্ট্র প্রবাসী রুহুল ইসলাম মুন্না, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম রাব্বি ও ফ্রান্স প্রবাসী তারেক আহমদ।
খেলা শেষে অতিথিবৃন্দ প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ পুরস্কার ২০ হাজার টাকা প্রাইজমানি দু’দলের টিম ম্যানেজারের হাতে তুলে দেন।