পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে এবং নদী-খাল খননের উদ্যোগ নিচ্ছে সরকার — এডভোকেট নাসির উদ্দিন খান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৪, ৬:০১ অপরাহ্ণ
ওসমানীনগর উপজেলায় ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা মারাত্মক ব্যাঘাত ঘটায়। এ থেকে পরিত্রাণ পেতে সিলেটে নদী-খাল খননসহ নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার। পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে উল্লেখ করে এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কেউ অনাহারে থাকবেন না। বন্যা পরবর্তীতে পুনর্বাসনেও সরকার পাশে থাকবে।
শনিবার (২২ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বিতরণ করছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান
এডভোকেট নাসির উদ্দিন খান আরো বলেন, দুর্যোগ হলে ঘরে বসে থাকেনা আওয়ামী লীগ নেতাকর্মীরা। এখনো ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে সরকার ও দলীয় নেতাকর্মীরা রয়েছেন। তিনি বানভাসি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। এক্ষেত্রে অতীতের মতো এবারও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এডভোকেট নাসির খান।

ওসমানীনগর উপজেলায় ত্রাণ বিতরণ করছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আলাউর রহমান আলা, জেলা পরিষদের সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ , সাবেক সদস্য এডভোকেট মো. গিয়াস মিয়া, মো নাসির উদ্দিন, আবদুল হামিদ, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু পুলক ভট্টাচার্য, যুবলীগ নেতা অতুল দেব, ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া, আফজল আহমেদ, প্রতাব পাল, শানুর আহমদ, জিশু আচায, চমক আলী, আফতারুন নেছা , দিলারা বেগম, নেপাল দেব,, আওয়ামীলীগ নেতা জহির আহমদ, মোহাম্মদ আলী, শানুর মিয়া প্রমুখ।