বিয়ানীবাজারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন নাহার নির্বাচিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৪, ১১:০৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেসমিন নাহার।
বুধবার (২৯ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি অপর তিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হন।
জেসমিন নাহার ফুটবল প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৯৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিনা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৫৬ ভোট।
এই পদে অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে জাহানারা বেগম কলস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৭ ভোট এবং রোমানা আফরোজ বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবুল কাশেম পল্লব, এবং ভাইস চেয়ারম্যান হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন।