বিয়ানীবাজার ক্রিকেট লীগের উদ্বোধন শুক্রবার, খেলা মাঠে গড়াবে রোববার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে ১১ তম ক্রিকেট লীগের পর্দা উঠছে আজ শুক্রবার। আর খেলা মাঠে গড়াবে আগামী রোববার।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের দায়িত্বশীলরা।
বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট লিগের পৃষ্ঠপোষক এমদাদ হোসেন সুবেল, সভাপতি রাজেল আহমদ, সহ সভাপতি সাদিকুর রহমান খান, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জবলু, কোষাধ্যক্ষ সাকিব মাহমুদ, সহ প্রচার সম্পাদক জাবের হোসেন সামির উপস্থিতিতে প্রচার সম্পাদক মহসিন রনি পরিচালনায় সংবাদ সম্মেলনে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে উপজেলা ক্রিকেট লীগের পৃষ্ঠপোষক এমদাদ হোসেন সুবেল বলেন, প্রতিবারের ন্যায় এবারো বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে বিশেষ করে সকল পৃষ্ঠপোষক এবং এসোসিয়েশনের সকলের আন্তরিকতায় লিগ টি যাতে সফল হয় এর জন্য সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ বলেন, এবারের লীগে ১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। আপনাদের যে সহযোগিতা অতীতে পেয়েছি এবারো একই সহযোগিতা আশা করছি।
উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা ১ম বিভাগ ক্রিকেট লীগের এবারের আসরের পর্দা উঠছে আগামীকাল সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আগামী ৪ ফেব্রুয়ারিতে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে। এই আসরে প্রথম পুরষ্কার ৫০ হাজার টাকা প্রাইজমানি সহ একটি আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরষ্কার ২৫ হাজার টাকা প্রাইজমানি সহ আকর্ষণীয় ট্রফি। ম্যান অব দ্যা টুর্নামেন্ট ৮ হাজার টাকা সহ সেরা বোলার এবং ব্যাটসম্যান ক্যাটাগরিতে নগদ অর্থ সহ আকর্ষণীয় পুরষ্কার থাকছে।