সাবেক মেয়র কামরানের মৃত্যুবার্ষিকী পালন করেছে জেলা আওয়ামী লীগ
সিলেট
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৪, ৪:৪১ অপরাহ্ণসিলেট: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এর ৪র্থ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
শনিবার (১৫ জুন) সকালে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর নেতৃত্বে প্রয়াত কামরানের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।