বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ সদস্যের ‘বিয়ানীবাজার ভবন’ নির্মাণ কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: সিলেট শহরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে নিজস্ব ভবন নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে।
এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর আল হারামাইন হাসপাতালের একটি হলরুমে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক মোহাম্মদ অলিউর রহমানের সভাপতিত্বে এতে সমিতির কার্যকরি কমিটিসহ নির্ধারিত ২৬ সদস্যের এক প্যানেল উপস্থিত ছিলেন।
বৈঠকে চূড়ান্তভাবে ৯ সদস্য বিশিষ্ট ‘বিয়ানীবাজার ভবন’ নির্মাণ কমিটি গঠন করা হয়।
কমিটির আহবায়ক মোহাম্মদ অলিউর রহমান, সদস্য এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, লোকমান আহমদ, আবুল কাহের শামীম, মাহি উদ্দীন আহমদ সেলিম, এডভোকেট এএফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, রেজাউল হাসান কয়েস লোদী, ফালাহ উদ্দীন আলী আহমদ ও জহিরুল কবির চৌধুরী শিরু।
বৈঠকে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, দেশ-বিদেশে ঐতিহ্যের গরিমায় উদ্ভাসিত বিয়ানীবাজার। এ উপজেলার মানুষের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সৃজনশীল কাজ করার অদম্য স্পৃহা রয়েছে। আছে যেকোনো ক্রান্তিলগ্নে সৎসাহস নিয়ে এগিয়ে চলার মনোবল। তিনি সিলেটে দৃষ্টিনন্দন বিয়ানীবাজার ভবন নির্মাণে সকল বিয়ানীবাজারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ এ বৈঠকে মতামত ব্যক্ত করেন, সংগঠনের সভাপতি ও সিলেটের সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, প্রকৌশলী এজাজুল হক, এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এএফ মোঃ রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরি কমিটির সদস্য শিল্পপতি মাহি উদ্দিন আহমদ, রাজনীতিবিদ আব্দুল ফাত্তাহ বকশী, ব্যবসায়ী তোফায়েল খান, ব্যাংকার আব্দুল আহাদ, শিল্পপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমদাদ হোসেন চৌধুরী, ময়নুল ইসলাম, ব্যবসায়ী জহিরুল কবির চৌধুরী শিরু, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, ট্রাভেলস ব্যবসায়ী কামরুল হক, সিটি কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, আহমদ জিন্নুন দারা, তোফায়েল আহমদ লিমন, জাকির হোসেন খান, এডভোকেট আহমদ রেজা, ইসমত ইবনে সানজিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, শহিদুল হাসান, মাহবুব আলম মুক্তা প্রমুখ।