দক্ষিণ দাসউরা মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শাওন সাথী ক্রীড়া চক্র

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজারে দক্ষিণ দাসউরা ২য় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শাওন সাথী ক্রীড়া চক্র।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতি দু’সেমিফাইনাল ও হাই ভোল্টেজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে উত্তীর্ণ হয় হট ফেভারিট শাওন সাথী ক্রীড়া চক্র ও ইলহাম সাথী ফুটবল দল। পরে এ দু’দলের মধ্যকার তীব্র উত্তেজনাপূর্ণ খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়।
অবশেষে শাওন সাথী টাইব্রেকারে ১-০ গোলে ইলহাম সাথীকে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হোসেন আহমদ ও খায়রুল ইসলাম। এ সময় এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হিসেবে শাওন সাথী ক্রীড়া চক্রের চেয়ারম্যান সাহেদ আহমদ শাওনের হাতে প্রাইজমানি ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
একই সময়ে রানার্সআপ দলের দায়িত্বশীরদের হাতে প্রাইজমানি ১৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেয়া হয়।
দক্ষিণ দাসউরা যুব সমাজ আয়োজিত এ টুর্নামেন্টে মোট ৬৪টি দল অংশগ্রহণ করে।