সাংবাদিক আহমেদ ফয়সালের মাতার ইন্তেকাল।। এমপি নাহিদ ও জেলা আ’লীগের শোক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ণ
জানাজার নামাজের একাংশ
স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, বিয়ানীবাজার নিউজ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল ও বিয়ানীবাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আফজল হোসেনের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৫ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি ৩ ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ ঐদিন রাত সোয়া ৯ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুলসংখ্যক লোক শরিক হন।
পরে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার জানাজার নামাজে উল্লেখযোগ্যদের মধ্যে শরিক হন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, শিক্ষক ও সাংবাদিক খালেদ জাফরি, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, রাজনীতিবিদ হোসেন আহমদ প্রমুখ।
এদিকে, সাংবাদিক আহমেদ ফয়সাল এর মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিমন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।