বানভাসি মানুষের পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার — এডভোকেট নাসির উদ্দিন খান

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৪, ৬:১৮ অপরাহ্ণবক্তব্য রাখছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান
স্টাফ রিপোর্টার: প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্তদের কেউ দুশ্চিন্তা করবেন না। সবরকমের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে রয়েছে।
তিনি বলেন, বন্যার্তরা আমাদের আপনজন। দেশি কিংবা প্রবাসী যে যেভাবে পারেন তাদেরকে সর্বোচ্চ সহায়তা করেন। অল্পসময়ে দুর্যোগ কেটে যাবে, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার কথা তারা আজীবন মনে রাখবেন।
শুক্রবার (২১ জুন) বিকেলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সিলেট জেলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য মাওলানা মোসাদ্দেক আহমদ, সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, সদস্য খছরুল হক, সদস্য ইফজাল আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ প্রমুখ।