বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন নির্বাচিত
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৪, ২:৩৭ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৮৯টি কেন্দ্রে বই প্রতীকে মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন পেয়েছেন ২০ হাজার ৯২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু বাল্ব প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ২৪১ ভোট।
এছাড়া উড়োজাহাজ প্রতীকে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. খালেদুর রহমান পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট, টিউবওয়েল প্রতীকে মৎস্যজীবী নেতা জসিম উদ্দিন পেয়েছেন ৭ হাজার ৫৬৩ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সদস্য সায়দুল ইসলাম মাইক প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৬৫ ভোট, টিয়াপাখি প্রতীকে সাবেক ফুটবলার জামাল উদ্দিন পেয়েছেন ৫ হাজার ২০ ভোট।
চশমা প্রতীকে যুবলীগ নেতা সুহেল আহমদ রাশেদ পেয়েছেন ৩ হাজার ৮৬৭ ভোট এবং তালা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পলাশ হোসেন আফজাল পেয়েছেন ২ হাজার ১৬৭ ভোট।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে ৮৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।