গজারাই শাহী ঈদগাহের উন্নয়নে জেলা পরিষদের আর্থিক অনুদান
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৪, ৭:১১ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই শাহী ঈদগাহ ময়দানের পাকাকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ইতিমধ্যে ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদুল আযহার নামাজও হবে।
এদিকে, গজারাই শাহী ঈদগাহ পাকাকরণ কাজে আর্থিক সহায়তা প্রদান করেছে সিলেট জেলা পরিষদ। বিগত অর্থ বছরে জেলা পরিষদ থেকে ঈদগাহ উন্নয়ন কাজে ৩ লক্ষ টাকা অনুমোদন হয়।
আজ (১৩ জুন) বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান তাঁর কার্যালয়ে গজারাই শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হোসেন আহমদ এর হাতে প্রতিশ্রুত অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেন, জেলা পরিষদ সীমিত বাজেট দিয়ে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখছে। বিশেষ করে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা পরিষদের উন্নয়ন অব্যাহত রয়েছে।
দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সবাইকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াতলে সমবেত হওয়ার আহ্বান জানান ক্লিন ইমেজের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ এডভোকেট নাসির খান।
গজারাই শাহী ঈদগাহের উন্নয়নে অনুদান প্রদান করায় এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশিষ্ট সমাজসেবক মো. হোসেন আহমদ। তিনি সিলেট-৬ আসনে আগামীর কর্ণধার এডভোকেট নাসির খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।