বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের উপর থেকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত সোমবার (১৫ জুলাই) জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
এতে উল্লেখ করা হয়, ‘দলের নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি ও সমালোচনা করায় গত ৭ মে তাকে কারণ দর্শানোর সময় দিয়ে সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে সরওয়ার হোসেন দলের কাছে দোষ স্বীকার করে আগামীতে এ ধরণের কোন ঘটনার পুনরাবৃত্তি করবেন না বলে অঙ্গীকার করায় এবং কারণ দর্শানোর জবাব সন্তোষজনক হওয়ায় সাময়িক বহিষ্কার প্রত্যাহার করা হলো।’