রাজনীতি ও ক্রীড়া সংগঠক ফয়ছল আহমদ সংবর্ধিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়ছল আহমদের যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে বক্তারা ফয়ছল আহমদের প্রবাস জীবনের সফলতা কামনা করে বলেন, আওয়ামী লীগের দুর্দিনে সে রাজপথের অগ্রসৈনিক ছিল। দায়িত্ব নিয়ে ঝিমিয়েপড়া ক্রীড়াঙ্গনকে করেছিল সচল। রাজপথ ও খেলার মাঠে তার অনুপস্থিতি প্রতিনিয়ত আমাদেরকে সরণ করে দিবে।
কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান মো. মুতিউর রহমান তুতার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, কার্যকরি সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ব্যারিস্টার সাইয়েদুল ইসলাম সুমন, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ময়নুল ইসলাম, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এমএ মান্নান, বিশিষ্ট শিক্ষানুরাগী আলী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, দপ্তর সম্পাদক বেলাল আহমদ, প্রচার সম্পাদক জুবের আহমদ, সদস্য নোমান আহমদ, আব্দুল কাদির, রফিকুল ইসলাম চৌধুরী রনি, ছাদেক আহমদ আজাদ, ইকবাল হোসেন তারেক ও সাইদুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আহমদ হোসেন খান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ফয়ছল আহমদ দীর্ঘ সময় চলার পথে ভুলত্রুটি মার্জনা চেয়ে সকলের দোয়া কামনা করেন। বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা সংবর্ধনা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান ।
পরে রাজনীতি ও ক্রীড়া সংগঠক ফয়ছল আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
এদিকে, প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময় খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ৮-৭ গোলে বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে।