Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ইউনিটি ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন

বিয়ানীবাজারবার্তা২৪.কম: তিলপাড়া ইউনিয়নের ইউনিটি ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন করা হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় দাসউরা বাজারে জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর চেয়ার এবং তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র অন্যতম ট্রাস্টি আশিক রহমান সাজু, প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও ব্যাংক এশিয়া দাসউরা বাজার আউটলেট এর কর্ণধার বিশিষ্ট সাংবাদিক ছাদেক আহমদ আজাদ।

একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি ও ক্রিকেট আম্পায়ার আব্দুল হাই আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও ক্রীড়া সংগঠক খায়রুল ইসলাম, ফ্রান্স প্রবাসী তুহিন আফরোজ, ব্যবসায়ী আমিনুল ইসলাম, জার্সি স্পনসর স্থানীয় ডাচ-বাংলা ব্যাংক আউলেটের এজেন্ট আশরাফুল করিম।

এ সময় প্রধান অতিথি আশিক রহমান সাজু বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতিপূর্ণ সুন্দর সমাজ গঠনে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তিনি আগামীতে একাডেমির জার্সি স্পনসরসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির স্বপ্নদ্রষ্টা আরিফুল হক, ক্রিকেটার আব্দুস সুবহান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ একাডেমির সদস্যদের সাথে নিয়ে মহোৎসব এর মাধ্যমে নতুন বছরে ক্লাবের জার্সি উন্মোচন করেন।

পরে একাডেমির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

Developed by :