বিয়ানীবাজার ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল, সম্পাদক জবলু নির্বাচিত ।। অভিনন্দন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২২, ৬:৫৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পৌর শহরের পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি হলরুমে বহুকাঙ্ক্ষিত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে রাজেল আহমদ ২৯ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এমদাদ হোসেন জবলু ৩২ ভোট পেয়ে বিজয়ী হন।
নির্বাচনে সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী ছায়েফ আহমদ ১৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে ফজলে করিম রাব্বি পেয়েছেন ১৬ ভোট।
বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ওয়াহিদুর রহমান টিপু।
এছাড়া, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জামিল আল হাসান, কোষাধ্যক্ষ সাকিব মাহমুদ নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের নির্বাচিত সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. ফারুকুল হক, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।