বিয়ানীবাজারে বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০১৯, ১২:০৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা দল খেলবে। তবে বেজোড় হওয়ায় লটারির মাধ্যমে বঙ্গবন্ধুতে তিলপাড়া ও বঙ্গমাতায় লাউতা ইউনিয়ন দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) টিটু কুমার দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান।
উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, সহ সভাপতি আব্দুল আহাদ কলা মিয়া, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।