তিলপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু গোল্ডকাপে ইনাম টুকা পীরেরচক সপ্রাবি চ্যাম্পিয়ন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০১৯, ২:১৪ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ইনাম টুকা পীরেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বৃহস্পতিবার (২০ জুন) দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ইনামটুকা পীরেরচক সপ্রাবি ২-১ গোলে মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
স্কুল পর্যায়ের এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
এদিকে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুব, ইনাম টুকা পীরেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমত ভট্টাচার্য, মাটিজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ, দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইজ উদ্দিন শাহীন, সহকারি শিক্ষক রাজু ওয়াহিদ, ছালেহ আহমদ ও নেহার দাস।