আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ।। প্রধান অতিথি এমপি নাহিদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০১৯, ১:১৮ পূর্বাহ্ণবিয়ানীবাজার: বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার (৪ মে) অনুষ্ঠিত হবে।
স্থানীয় আছিরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিকেল ৪টায় ফাইনাল খেলায় মোকাবেলা করবে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র বনাম বৃহত্তর খাগাইল যুব সংঘ।
ফাইনাল খেলা উপভোগ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
আছিরগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার জন্য সংস্থার পক্ষ থেকে ক্রীড়ানুরাগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।