আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে হলিমপুর

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৯, ১০:৩২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।। বিয়ানীবাজার উপজেলার আছিরগঞ্জে ভাই ভাই ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র।
মঙ্গলবার (আজ) আছিরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল খেলায় হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ২-১ গোলে বাঘিরঘাট যুব সংঘকে পরাজিত করে।
আছিরগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় লড়বে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র বনাম বৃহত্তর খাগাইল যুব সংঘ।
খুব শিগগির ফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হবে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।