‘একবার টি-টোয়েন্টি খেলেছি এখন ওয়ানডে খেলব, এই আর কী’

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৯, ৬:০৩ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। নির্বাচকদের দৃষ্টিতে অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড়রা জায়গা পেয়েছেন দলে। সে হিসেবে বাহাতি কাটার মাস্টার মোস্তাফিজ দলে থাকবেন এটাই স্বাভাবিক। দলে জায়গা পাওয়ার পর ততটা রোমাঞ্চিত নন মিস্টার ফিজ।
আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে জায়গা পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজ বলেন,‘জীবনে প্রথম বিশ্বকাপ (ওয়ানডে) খেলব। একবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলেছি। এখন ওয়ানডে খেলব,এই আর কি।’
দল ঘোষণার আগে মোস্তাফিজ ছিলেন বিসিবি একাডেমি মাঠসংলগ্ন জিমে। দল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানার জন্য সাংবাদিকরা খুঁজছিলেন তাকে। কিন্তু সংবাদমাধ্যম বিমুখ এই ক্রিকেটার ছিলেন নির্বিকার। তাকে পাওয়া গেলেও বেশি কথা বলেননি। দ্রুত সটকে পড়েন স্টেডিয়াম থেকে।
দুই সপ্তাহের বিশ্রামে আছেন মোস্তাফিজ। প্রিমিয়ার লিগে শাইনপুকুরের হয়ে অনুশীলন করার সময় পায়ে চোট পেয়েছিলেন তিনি। বিসিবি তাকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে।
পায়ের ব্যথা নিয়ে ফিজ বলেন,‘ব্যথা পায়ে লাগতেই পারে। তাড়াহুড়া নাই, এখনো তো প্রায় অনেকদিন বাকি। বেশ কিছুদিন বাকি।’
বিশ্বকাপে নিজের ভাবনা নিয়ে ফিজ বলেন, ‘ওইরকম ভাবলে পরে আর ভালো করার চান্স থাকে কম। আমি আমার জায়গা থেকে বেস্টটা দেয়ার চেষ্টা করব। বাদ বাকি ওপরওয়ালার ইচ্ছা।’
এর আগে দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ইনজুরি বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নিয়েছে ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদের। তবে সবাইকে চমকে দিয়ে নির্বাচকরা স্কোয়াডে রেখেছেন আবু জায়েদ রাহীকে।