মাটিজুরায় আবু হানিফ তামিম এন্ড মামুনুুর রশীদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৯, ৭:০০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা পূর্ব মাঠে আবু হানিফ তামিম এন্ড মামুনুুর রশীদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (আজ) বিকেলে প্রচুর দর্শক সমাগমের মধ্যে অনুষ্ঠিত খেলায় স্থানীয় নবজাগরণ চক ১-০ গোলে চারখাই ইউনিয়নের ইয়াংস্টার কাকুরা ফুটবল একাদশকে পরাজিত করেছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হক, মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ক্রীড়ানুরাগী মো. আলতাফ হোসেন প্রমুখ।