বিসিএল চ্যাম্পিয়ন ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব ।। মোটরসাইকেল জিতলেন শাহেদ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০১৯, ১:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার জমজমাট ক্রিকেট টুর্ণামেন্ট বিসিএলের শিরোপা জিতলো ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব। বুধবার ফাইনালে দলটি ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জলঢুপ ক্রিকেট ক্লাবকে।
বিয়ানীবাজার ক্রিকেট লিগ (বিসিএল)’এ অংশ নিয়েছিলো উপজেলার ১২টি দল। প্রায় মাস খানেকের ক্রিকেটীয় উৎসব মেতে উঠেছিলো পুরো উপজেলা। বুধবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো এই ক্রিকেটানন্দ।
স্থানীয় মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে জলঢুপ ১৬৯ রান তুলতে সমর্থ হয়। ১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য শাহেদের ৮১ রানের দুর্দান্ত এক ইনিংসে মাত্র তিন উইকেট হারিয়ে টপকে যায় ঘুঙ্গাদিয়া।
ফাইনাল ম্যাচ শেষে বিসিএলের .চেয়ারম্যান জুনেদ খানের সভাপতিত্বে ও ইমরান হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় স্পোর্টস ব্র্যান্ড এস.এন.পি স্পোর্টসের স্বত্বাধিকারী, সাবেক ক্রিকেটার পাপলু দত্তসহ বিয়ানীবাজারের ক্রীড়া সংশ্লিষ্টরা।
ম্যান অব দ্যা বিসিএল নির্বাচিত হয়ে মোটরসাইকেল জিতেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের শাহেদ।
সেরা বোলার হন ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাবের উজ্জ্বল, সেরা ব্যাটসম্যান হন ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাবের শাহেদ, উদিয়মান খেলোয়াড় নির্বাচিত হন জলঢুপ ক্রিকেট ক্লাবের মামুন, সর্বোচ্চ ছক্কা হাঁকানোর পুরস্কার জিতেন ফতেহপুর ক্রিকেট ক্লাবের নাহিদ। ফাইনাল সেরা হন শাহেদ।
বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের পরিচালনায় ও কোয়াব বিয়ানীবাজার উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় দ্বিতীয়বারের মতো আয়োজন হলো উপজেলার এই জমজমাট ক্রিকেট টুর্ণামেন্টটি।