মোল্লাপুর ইউনিয়ন ক্রিকেট ক্লাবের শুভসূচনা, বিদায় ফ্রেন্ড স্টাফ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ৭:২১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের হাইভোল্টেজ ম্যাচে ফ্রেন্ড স্টাফ ক্রিকেট ক্লাবকে ৪০ রানে হারিয়ে শুভসূচনা করেছে মোল্লাপুর ইউনিয়ন ক্রিকেট ক্লাব। সেই সাথে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
তবে গ্রুপে আরেক প্রতিপক্ষ ফতেহপুর এক ম্যাচ খেলে সমান পয়েন্ট থাকায় কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন তা নির্ধারণ হবে ২৬ তারিখ ফতেহপুর বনাম মোল্লাপুর মধ্যকার ম্যাচে।
এর আগে সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোল্লাপুর ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক তায়েব আহমদ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৩ রানের টার্গেট দেয় মোল্লাপুর ক্রিকেট ক্লাব।
মোল্লাপুরের ফারহাদ ইনিংস সর্বোচ্চ ৩৯ রানের একটি ইনিংস খেলেন। ফ্রেন্ড স্টাফের হয়ে রনি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফ্রেন্ড স্টাফ। ১৬ ওভার ৫ বলে ১৪৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
ফ্রেন্ড স্টাফের অতিথি ক্রিকেটার সায়েমের ১২ বলে ৩৪ রানের ইনিংস ছাড়া আর কেউ দাড়াতে পারেনি। মোল্লাপুরের নবিন ৪ ওভার বল করে ৩১ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন।
ম্যান অব দ্যা ম্যাচ নবিন, মোস্ট এক্সাইটিং সায়েম, ওভার সিক্স রাসেল, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস শাওন এবং সেরা দর্শক আলমগীর।