সিলেটে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:৫০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক :: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল আসর সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ এর শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে সিলেটে জেলা স্টেডিয়ামে আজ ৬টায় অনুষ্ঠিত হবে সিলেট পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।
১৩টি দলের অংশগ্রহণে আসরের প্রথম পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যুর ৫টি খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেট আজ প্রথম খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ঢাকা।
সিলেট আসরে প্রতি টিকিটের মূল্য ৩০ টাকা ধার্য করা হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।
মাঠে এসে খেলা উপভোগ করতে সিলেট ক্রীড়ামোদী দর্শকদের আহবান জানিয়েছেন বাফুফের সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম।
উল্লেখ্য, আজকের ম্যাচ ছাড়াও সিলেটে প্রথম পর্বের খেলাসমুহের মধ্যে ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে, ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা, ২৮ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে নফেল স্পোর্টিং ক্লাবের এবং ৭ এপ্রিলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।