কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির নির্বাচিত, নেপথ্য কারিগর নাসির খান
সিলেট
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৪, ৮:৪১ অপরাহ্ণসিলেট: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন। তাঁর বিজয়ে নেপথ্য কারিগর হিসেবে ভূমিকা রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
মজির উদ্দিনের বিজয়ে তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা বেশ উল্লসিত।
বিজয়ী মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৭১৮ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের শামীম আহমদ পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট। বেসরকারিভাবে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
এক অভিনন্দন বার্তায় তিনি সকল ষড়যন্ত্রকে পদদলিত করে মজির উদ্দিনের পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করায় কোম্পানীগঞ্জ উপজেলার সকল ভোটার ও জনগণকে ধন্যবাদ জানান।