ধলাইয়ে নিখোঁজ আবীরের লাশ ভেসে উঠেছে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৯:৪০ অপরাহ্ণকোম্পানীগঞ্জ: কোম্পানীগঞ্জের সাদা পাথর বেড়াতে গিয়ে ধলাইয়ে নিখোঁজ আবীরের লাশ ভেসে উঠেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সাদা পাথর বাংকার এলাকায় লাশটি ভেসে উঠে।
আবীর সিলেটের লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী।
রবিবার কয়েকজন বন্ধুকে নিয়ে সাদা পাথর বেড়াতে গিয়েছিলেন তিনি। এরপর ধলাই নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যান।
ডুবুরিরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।
অবেশে প্রায় তিনদিন পর তার লাশ ভেসে উঠল।
রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছিল।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম পিপিএম।