বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ৪:০৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটিতে স্বাক্ষর করেন।
এর ফলে এক যুগের বেশি সময় পর বিয়ানীবাজার ছাত্রলীগ কমিটি পেলো। এতে একদিকে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস, অন্যদিকে বেদনার সুর লক্ষ করা গেছে।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি জুয়েল আহমদ (শিপু) ও সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদ।
বিয়ানীবাজার সরকারি কলেজ ও বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের কমিটি পাইপলাইনে রয়েছে। যেকোনো মুহূর্তে আলোর মুখ দেখবে এ দু’টি কমিটি। নেতাকর্মী অপেক্ষার প্রহর গুনছেন।
আরো পড়ুন