বিয়ানীবাজারে কমিটি পেলো তিন ইউনিট ছাত্রলীগ, আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
পৌরশহরে ছাত্রলীগের আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রতীক্ষার পর বিয়ানীবাজারে তিন ইউনিট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে প্রত্যেক ইউনিটের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এর ফলে দেড় যুগের বন্ধ্যাত্ব কাটলো ছাত্রলীগের।
তবে, নবগঠিত কমিটিতে অনেক পুড়খাওয়া নেতাদের শীর্ষ পদে রাখা হয়নি। তারপরও দেড়যুগ পর কমিটি পেয়ে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
এদিকে, নবগঠিত বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল আহমদ (শিপু) ও সাধারণ সম্পাদক তাহমিদ আহমদ।
বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম শাকেল ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল রহমান রুমি।
অপরদিকে, কমিটি ঘোষণা পরপরই তিন ইউনিট ছাত্রলীগের দায়িত্বশীলরা পৌরশহরে আনন্দ মিছিল বের করেন। পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রলীগ নেতারা রাতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।