ছাত্রলীগ নেতা মামুনের জানাজা ও দাফন সম্পন্ন, শোক প্রকাশ
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ অপরাহ্ণবিয়ানীবাজার: দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার এর বড় ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুনের (৩১) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বেলা ২ টায় দাসউরা সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক লোক শরিক হন।
পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারের পুত্রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, সাবেক শিক্ষামন্ত্রী ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ নুরুল ইসলাম নাহিদ এমপি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র প্রার্থী ও সাবেক পররাষ্ট্র সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা আওয়ামী লীগের সদস্য ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুল বারী, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস শুকুর, শিক্ষক নেতা জালাল উদ্দিন, এডভোকেট মো. আমান উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সুয়াইবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের শিকদার, সাবেক ছাত্রনেতা কে এইচ সুমন, ব্যবসায়ী ও যুবলীগ নেতা নাজমুল ইসলাম ফরহাদ, লাউতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হোসেন আহমদ প্রমুখ।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন রোববার (০৩ ডিসেম্বর) রাতে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে ছাত্রলীগ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরো পড়ুন:
ছাত্রলীগ নেতা মামুনের জানাজা বেলা ২টায় দাসউরা মাদ্রাসা প্রাঙ্গণে
২…