ছাত্রলীগ নেতা মামুনের জানাজা বেলা ২টায় দাসউরা মাদ্রাসা প্রাঙ্গণে
স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৩, ৯:৫৭ পূর্বাহ্ণবিয়ানীবাজার: দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার এর বড় ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা ও উদীয়মান সমাজকর্মী আব্দুল্লাহ আল মামুন (৩০) এর জানাজার নামাজ আজ সোমবার (০৪ ডিসেম্বর) বেলা ২ টায় দাসউরা সিনিয়র আলীম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছোট ভাই আব্দুল্লাহ আল নোমান।
আব্দুল্লাহ আল মামুন রোববার রাতে সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যু খবরে নিজগ্রাম দাসউরাসহ পুরো উপজেলাজুড়ে ছাত্রলীগ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানের বড় ভাই আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সিলেট জেলা পরিষদের সদস্য খসরুল হক, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ প্রমুখ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।