সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ এমপি’র সফরসূচি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৩, ৯:৩১ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতে চার দিনের সফরে আসছেন স্থানীয় সরকার মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
আগামীকাল শনিবার রাতে তিনি আকাশপথে সিলেট এসে পৌছবেন। পরদিন রোববার বেলা ৩ টায় তিনি গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ তুলে দিবেন তিনি।
এদিকে, সোমবার সকাল ১১ টায় বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন নুরুল ইসলাম নাহিদ এমপি।
এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে তিনি আগামী মঙ্গলবার ঢাকায় ফেরার কথা রয়েছে।