দুয়ারে কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ এখনো কাটছে না। বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ এবং পরদিন বৃহস্পতিবার নতুন সরকারের মন্ত্রীসভা গঠিত হবে। এখন দুয়ারে কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন।
সিলেট-৬ আসনে উৎসবের এ রেশ কাটতে না কাটতেই ডামাডোল শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের। অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দুই উপজেলায় নানা মেরুকরণ তৈরি হয়েছে। যার প্রভাব পড়বে উপজেলা পরিষদ নির্বাচনে।
এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা নানা মতের মানুষের সাথে যোগাযোগ শুরু করেছেন। আবার, কেউ কেউ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার সময় ইশারা ইঙ্গিতে নিজেদের প্রার্থী হওয়ার সংকেত দিয়েছেন। তাদের ঐ অঙ্গভঙ্গি সচেতন মহল ভালোভাবে বুঝতে পেরেছেন।
এবার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার দৌড়ে অনেকেই রয়েছেন। বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি দুই উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল অনেকেই প্রার্থী হওয়ার আভাস পাওয়া গেছে। সময় ঘনিয়ে এলেই অতিথি পাখিদেরও আনাগোনা দেখা যেতে পারে। এছাড়া এবারও বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে কি-না তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কারা প্রার্থী হতে পারেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রার্থীদের উপস্থিতি সহসাই পরিস্কার হয়ে যাবে। গাছের ডালে উঠতে শুরু করবে বিলবোর্ড-ফেস্টুন। প্রার্থী নিশ্চিত হতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।