বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে ২৬০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের মইয়াখালি এলাকায় আসামীর বসতঘরের পিছন থেকে ২৬০ বোতল অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। ধৃত কালাম (৩৭) মৃত মড়াই মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ধৃত আসামির বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় সে পলাতক। আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।