সরকারি কর্মকর্তার বাড়ি-অফিসে মিলল ১০০ কোটির সম্পত্তি
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণভারতের হায়দরাবাদে এক সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে চক্ষু চড়কগাছ দেশটির অ্যান্টি-কারাপশন ব্যুরোর (এসিবি)। দিনভর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ কোটি রুপির হিসাব বহির্ভূত সম্পদ।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই কর্মকর্তা তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথারিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথারিটির ডিরেক্টরও ছিলেন।
প্রাথমিক তদন্তের পর অ্যান্টি কারাপশন ব্যুরোর দাবি, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি কর্মকর্তা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি।
সংবাদমাধ্যম এসিবি জানিয়েছে, বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। বুধবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হতে পারে বলে জানা গছে। বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ ৪০ লাখ, ২ কেজি সোনার গহনা, ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে।