সুশৃঙ্খল জীবন-যাপন সফলতার চাবিকাঠি : শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:১৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে কুশিয়ারা মুক্ত স্কাউটস দলের ডে ক্যাম্পের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চৌধুরী বাজার-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডে ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ও কুশিয়ারা মুক্ত স্কাউটস দলের ডিট লিডার আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, সুশৃঙ্খল জীবন-যাপনই হতে পারে সফলতা অর্জনের অন্যতম চাবিকাঠি। স্কাউটস ছাত্রছাত্রীদের সেরকম দীক্ষা প্রদান করে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা, যোগাযোগসহ সর্বক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। স্মার্ট বাংলাদেশ গঠনে তিনি শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান, কবি ও লেখক কাইয়ুম খান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চৌধুরী বাজার-১ সরকারী প্র্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি উজ্জ্বল আহমদ প্রমুখ।