বিভিন্ন গণমাধ্যমে ফারদিন নুর পরশের প্রেমিকা হিসেবে নাম আসায় প্রতিবাদ জানিয়েছে বান্ধবী আরিশা আশরাফ। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে তিনি এই প্রতিবাদ জানান।
ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, আপনারা যারা মিডিয়ার ফেইক নিউজ শুনে নিজেদের মতো জাজমেন্ট দিয়ে দিচ্ছেন তা সবাই দয়া করে শুনে রাখুন, মিডিয়ার করা অধিকাংশ নিউজই মিথ্যা। শুধু কিছু একটা লিখতে হবে দেখে তারা মনের মতো লিখে যাচ্ছে। তার প্রমাণ আরিশা আর বুশরাকে মিক্স আপ করে ফেলা। আমি আরিশা আশরাফ। আমি আমাতুল্লাহ্ বুশরা নই।
