খসরুল হকের অবিস্মরণীয় বিজয়, অভিনন্দন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০২২, ৫:৩৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে ৮নং ওয়ার্ডে সিলেট জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খসরুল হক। ১৪৪ ভোটের মধ্যে একাই ৪৭ ভোট পেয়ে তিনি অবিস্মরণীয় বিজয় লাভ করেন।
বিয়ানীবাজারবার্তা২৪.কম গতকাল রাতে এক রিপোর্টে কমবেশি ৩৫ ভোটে জয়ের সম্ভাবনার আভাস দিয়েছিল।
সোমবার (১৭ অক্টোবর) স্থানীয় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভিএম এর মাধ্যমে সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এতে ১৪৬ ভোটের মধ্যে ১৪৪ কাস্ট হয়।
ভোট গণনা শেষে বেলা সোয়া দুইটায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. রোমান মিয়া ফলাফল ঘোষণা করেন।
এতে খসরুল হক উটপাখি প্রতীকে ৪৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সিহাব উদ্দিন অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ২৪ ভোট।
এছাড়া আরবাব হোসেন খান (তালা) ও মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (ক্রিকেট ব্যাট) সমানভাবে ২৩ ভোট, নজরুল হোসেন ১১টি, ময়েজ আহমদ ১০টি, মাহমুদ আলী ৩টি, আলীম উদ্দিন সুমন ২টি ও আলী হোসেন এক ভোট পেয়েছেন।
এদিকে, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মো. খসরুল হক জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো নাসির উদ্দিন খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ।
নির্বাচন সংক্রান্ত আরো দুটি নিউজ পড়ুন:
২.