বিয়ানীবাজারে ৮৫ হাজার টাকার জাল নোটসহ একজন আটক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৫ হাজারহ টাকার জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাউতা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ সুনাম উদ্দিনকে (৬০) আটক করে। সে উপজেলার বাহাদুরপুর বাগপ্রচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল নোটের কারবারের সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করেছে। ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিয়ানীবাজার থানায় এসআই মোস্তাক আহমদ বাদী হয়ে মামলা করেছেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, ধৃত আসামীর কাছ থেকে দুই বান্ডিল ৫শ’ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।