সিলেট জেলা পরিষদে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নাসির উদ্দিন খান

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ৯:০০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাঁকে এ মনোনয়ন দেয়া হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) গত ২৩ আগস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় আগামী ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
আগের নিউজ পড়ুন
সিলেটে আলোচনায় এডভোকেট নাসির খান।। আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকালে