সিলেটে আলোচনায় এডভোকেট নাসির খান।। আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা বিকালে

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা আজ অনুষ্ঠিত হবে।
বিকার ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভা সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, সিলেট জেলা পরিষদে চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন চেয়েছেন ৪ জন। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর নাম আলোচনার শীর্ষে রয়েছে। আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে অনায়াসে জয়লাভ করা সম্ভব বলেও অনেকেই মন্তব্য করতে শোনা গেছে।