বিয়ানীবাজারে সাংবাদিকের উপর হামলা: জসিম-তাজ গ্রেফতারে ৭২ ঘন্টার আলটিমেটাম
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৯, ১২:৪৪ অপরাহ্ণবিয়ানীবাজার: দৈনিক একাত্তরের কথা পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার নিউজ ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম সাজুর উপর হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ৭২ ঘন্টার মধ্যে হোটেল মালিক জসীম উদ্দিন এবং তার সহযোগী তাজ উদ্দিনসহ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
গতকাল রবিবার রাতে স্থানীয় দিবালোক পত্রিকার কার্যালয়ে এক জরুরী সভায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি মো: আতাউর রহমান। সভায় সাংবাদিক সাজুর উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে গণমাধমের অবারিত দ্বারা প্রসারিত করার আহবান জানানো হয়। একইসাথে প্রশাসনের কাছে আগামী ৭২ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত হোটেল মালিক জসীম উদ্দিন এবং তার সহযোগী সুতারকান্দির এলাকার তাজ উদ্দিনসহ এঘটনায় জড়িতদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার দাবী জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি সঞ্জিব ভট্রাচার্য, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোশিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমদ, সহ সভাপতি হাসান শাহরিয়ার, দৈনিক যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি সিপার আহমদ পলাশ, বিজয়কন্ঠ প্রতিনিধি জসিম উদ্দিন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সামিয়ান হাসান, জালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ, নয়াদিগন্ত প্রতিনিধি আবু তাহের রাজু, সাপ্তাহিক দিবালোক প্রতিনিধি রুহেল আহমদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, সাংবাদিক ইমাম হাসনাত সাজু, মিছবাহ উদ্দিন, বেলাল আহমদ, আজিম উদ্দিন আরিফ প্রমুখ।