বিয়ানীবাজারে আড়াইশ’ পিস ইয়াবাসহ একজন আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৯, ৮:৪৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারে অভিযান চালিয়ে ২শ’ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদক বিরোধী সেল।
রোববার দুপুরে দুবাগ ইউনিয়নের শেওলা সেতু সংলগ্ন চরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ধৃত কবিরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নিদের্শনায় গতকাল বিয়ানীবাজারে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা মাদক বিরোধী সেল এর অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চরিয়া এলাকায় অভিযান চলাকালে দক্ষিণ গজুকাটার মৃত মছব্বির আলীর পুত্র কবির আহমদকে (৪০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় জেলা মাদক বিরোধী সেলের এসআই মৃদুল কুমার ভৌমিক বাদী হয়ে ধৃত কবিরের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় এজাহার দাখিল করেছেন। জেলা বিশেষ শাখার মিডিয়া অফিসার এএসপি মো. আনিছুর রহমান খান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।