সিলেটে র্যাবের পৃথক অভিযানে দু’জন আটক
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ৯:৫৭ অপরাহ্ণসিলেট: সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ নগরীতে পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পলাতক আসামীসহ দু’জনকে আটক করেছে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানীর একটি দল এসএমপির শাহ্পরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে মোল্লারচক গ্রামস্থ জনৈক ফজলু মিয়ার বাড়ির সামনে থেকে ২৫ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত মো. রাকিবুল হাসান শিপলু (২৬), টিকরপাড়া গ্রামের মো. সিরাজ মিয়ার পুত্র। উদ্ধারকৃত মদসহ আসামীকে শাহ্পরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের এএসপি ওবাইন অভিযানের নেতৃত্ব দেন।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৭টায় র্যাবের মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে একটি দল সিলেটের জালালাবাদ থানা এলাকায় অভিযান চািলয়ে আখালিয়া মদিনা মার্কেটের সামনে থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। ধৃত বিলাল (৩৫) নন্দীর গাও গ্রামের বশর মিয়ার পুত্র। গ্রেফতারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার মেজর মোঃ শওকাতুল মোনায়েম প্রেরিত পৃথক দু’টি বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।