বিয়ানীবাজারে আরেক মোটরসাইকেল চোর গ্রেফতার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার থানা পুলিশ গতকাল অভিযান চালিয়ে একটি গ্লামার মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে। ধৃত কামরুল আলম রেজা মুড়িয়া ইউনিয়নের আষ্টঘরী গ্রামের নাজমুল আলমের পুত্র। তার বিরুদ্ধে থানায় চুরির মামলা করা হয়েছে।
পুলিশ যায়, থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর এর নেতৃত্বে এসআই মো: সিরাজুল ইসলাম-২ গতকাল সোমবার মধ্যরাতে থানা এলাকায় কিলো-৬ ডিউটি চলাকালিন সময়ে সংবাদের ভিত্তিতে দুবাগ ইউনিয়নের চরিয়া পশ্চিম এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় জনগনের সহায়তায় একটি গ্লামার মোটরসাইকেলসহ চোর কামরুল আলম রেজাকে (২০) হাতেনাতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উদ্ধারকৃত গ্লামার মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনী শংকর কর জানান, হোন্ডাচোর কামরুল আলম রেজার দেয়া তথ্যমতে ঐ চক্রের সকল সদস্যদের শিগগির আইনের আওতায় আনা হবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, এরআগে গত ২৯ জুন শনিবার পুলিশ আকিব বান্না নামের আরেকজনকে মোটর সাইকেলসহ গ্রেফতার করে।