লাউয়াছড়ায় ৫টি বন্যপ্রাণী অবমুক্ত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৯, ১২:৩৩ পূর্বাহ্ণমৌলভীবাজার: কমলগঞ্জের লাউয়াছড়া বনে ৫টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে লাউয়াছড়ার জানকিছড়ায় এই প্রাণীগুলো অবমুক্ত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি বুরহান উদ্দিন।
এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ভাস্কর হোম, বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রমুখ।
প্রাণীগুলোর মধ্যে ২টি সবুজ বোড়া সাপ, একটি কাল নাগিনী,একটি শঙ্খিনী সাপ, একটি লজ্জাবতী বানর। এসময় লাউয়াছড়া বনে বটবৃক্ষের চারা রোপণ করা হয়। পরে লাউয়াছড়া বন বিশ্রামাগারের সামনে একটি বটগাছের চারা রোপণ করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব সিলেট ভয়েসকে বলেন, এই প্রাণীগুলো বিভিন্নভাবে লোকালয়ে ধরা পড়েছিলো। আমরা লোকদের কাছ থেকে উদ্ধার করে প্রাণীদের নিজ আবাস্থলে আবার অবমুক্ত করলাম।