কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৪:৪৬ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন কমলগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, উপজেলা বিআরডির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান,আব্দুল মতলিব তরফদার ইফতেখার আহমদ বদরুল, ফজলুল হক বাদশা,পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সহ সভাপতি প্রনিত ররঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাংবাদিক ফোরামের সভাপতি এমএ ওয়াহিদ রুলু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক ফরামের সম্পাদক শাহিন আহমদ, সাংবাদিক নির্মল এস পলাশ, মোনায়েম খান, এ্যাড.সানোয়ার হোসেন প্রমূখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, আব্দুল হান্নান, আব্দাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সম্পাদক আশহাবুর ইসলাম শাওন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তূলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পর্যটন বিকাশে নিজস্ব ব্যবস্থাপনায় উদ্যোগ গড়ে তুলতে হবে। পাশাপাশি পর্যটন বিকাশে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে এটা সরকারের পরিকল্পনায় রয়েছে। বাংলাদেশের মানুষ সবচেয়ে সূখী,সোনার বাংলা বিনির্মাণে সরকারের পাশাপাশি সকলের ঐক্য ও সহযোগীতা চান এবং কমলগঞ্জে উপজেলায় যে সকল সমস্যা রয়েছে সে গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।