গোলাপগঞ্জে জাল নোট প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০১৯, ৮:২৮ অপরাহ্ণগোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার পল্লী থেকে জাল নোট তৈরী ও সরবরাহ করায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গোলাপগঞ্জ উপজেলার ডামপাল গ্রামের মৃত মনোহর আলীর পুত্র
গৌছ উদ্দিন (৫০) এবং একই উপজেলার আমুড়া দক্ষিণপাড়া গ্রামের লোলাই মিয়ার পুত্র
জুবেল আহমেদ (৪৯)। তাদের কাছ থেকে তিনটি এক হাজার টাকার জাল নোট, ৪ টি সাদা রং এর বোতল ও জাল নোট তৈরীর বিভিন্ন প্রকার কেমিকেল উদ্ধার করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামী মোঃ গৌছ উদ্দিন এর আধাপাকা টিনশেড ঘরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জাল নোট সমূহ বিভিন্ন জায়গায় অপরিচিত দোকানদারদের কাছে তারা সরবরাহ করতো। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।