ফেঞ্চুগঞ্জে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০১৯, ৯:৩৩ অপরাহ্ণফেঞ্চুগঞ্জ: সিলেটের ফেঞ্চুগঞ্জে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের যুধিষ্ঠিপুর গ্রামের মৃত মফজ্জিল আলীর পুত্র উতু মিয়া (৩৫)।
জানা যায়, আজ সোমবার (১ জুলাই) সন্ধ্যায় স্থানীয় আলকাস আলীর বাড়ির সামনে তার রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
তিনি জানান, লাশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।