আলীনগরে সরকারি ভূমি ভরাট করে বাড়ি, জলাবদ্ধতায় পাকাসড়কের ক্ষতি!

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০১৯, ৬:২৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজারের পূর্ব আলীনগরে সরকারি গোপাট ভরাট করে বাড়ি নির্মাণ করায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সামান্য বৃষ্টি হলেই সৈয়দ নবীব আলী কলেজের পাকা রাস্তা পানিতে তলিয়ে যায়। যার ফলে রাস্তার স্থানে স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
এ নিয়ে দখলদারদের সাথে এলাকাবাসীর প্রায়ই ঝগড়া বিবাদ হচ্ছে। বিষয়টি এলাকাবাসী প্রশাসনকে লিখিতভাবে জানালেও রহস্যজনক কারণে এর কোন সুরাহা হচ্ছে না।
এ ঘটনার দ্রুত প্রতিকার চেয়ে শুক্রবার (২৮ জুন) দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী জলাবদ্ধ এলাকার জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেছেন।
জানা যায়, উপজেলার পূর্ব আলীনগর গ্রামের পাশ দিয়ে সরকারি একটি গোপাট রয়েছে। যা দিয়ে ঐ এলাকার পানি নিষ্কাশন হয় এবং হাওরের প্রায় ৫শ’ একর জমির ধান উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তি গোপাট ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করেছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছেন। এতে একই এলাকার রয়াইদ আলীর পুত্র আব্দুল খালিক, আব্দুল মানিক ও ফলিক আহমদকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু দু’মাস অতিবাহিত হলেও এর কোন বিহীত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দু’দিন থেকে সামান্য বৃষ্টি হওয়ায় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি সৈয়দ নবীব আলী কলেজের পূর্ব আলীনগর গ্রামীণ পাকা রাস্তার অনেক স্থানে পানিতে তলিয়ে যাওয়ায় স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। তাৎক্ষনিক বিষয়টি আবরও প্রশাসনকে জানানো হয়েছে।
এদিকে জলাবদ্ধতা নিরসনকল্পে শুক্রবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি নিছার আলী, তাজুল ইসলাম, সাদিউল করিম চৌধুরী, নাজমুস শাকির চৌধুরী, রুমান আহমদ, রিজন চৌধুরী, তারেক আহমদ, কয়েক আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সরকারি ভ‚মি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এতে এলাকায় অপ্রীতিকর কোন ঘটনার উদ্ভব হলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান বিয়ানীবাজারবার্তা২৪.কম’কে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ২-৩ দিনের মধ্যে সার্ভেয়ার পাঠিয়ে জরিপ করা হবে। তিনি বলেন, দ্রুত বিষয়টি নিষ্পত্তি করতে প্রশাসন আন্তরিক রয়েছে।