‘শিক্ষাক্ষেত্রে শেখ হাসিনার মত আন্তরিক কোন সরকার ছিলো না’

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৯, ৯:৫৪ পূর্বাহ্ণসিলেট: সিলেট-৩ আসনের এম.পি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত আন্তরিক অতীতে কোন সরকার ছিলো না। শেখ হাসিনা যতবার ক্ষমতায় আসে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। বিশেষ করে আগামী প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা হচ্ছে।
এক সময় বটতলায়, গাছতলায় বসে খোলা আকাশে নিচে ক্লাস নেয়া হতো। এখন আর সেই দিন নেই। দিন দিন শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য সরকার সহযোগিতা করে যাচ্ছে। সরকারের এই সুযোগ সুবিধা বর্তমান প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে আরো যতœবান হওয়ার আহবান জানান।
মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি শনিবার সকালে দক্ষিণ সুরমার উপজেলার পরিষদ অডিটোরিয়ামে ১৫ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার ১৪টি প্রতিষ্ঠানে ২শত সেট বেঞ্চ ডেস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্য ব্রত রায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৗশলী রফিকুল ইসলাম,
মোগলাবাজার বেবতী রমন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কান্তি তালুকদার, আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, সেলিম আহমদ মেম্বার, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী প্রমুখ।